সোমবার, মে ২০, ২০২৪
spot_img

এক ইনিংসেই তিন রেকর্ড রিশাদের

নুয়ান তুশারার হ্যাটট্রিক আর বাংলাদেশ ইনিংসের অমন বিপর্যস্ত শুরুর পর কে ভেবেছিল বাংলাদেশের পক্ষে ১০০ রান পেরুনো সম্ভব হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু করেন রিশাদ হোসেন। ৫৩ রানের দুর্দান্ত এক ফিফটি খানিক সময়ের জন্য হলেও টাইগারদের দিয়েছিল জয়ের আশা। 

তবে ৩০ বলে ৫৩ রানের ইনিংসটা বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। ২৮ রানের হারে সিরিজ হারাতে হয়েছে বাংলাদেশকে। তবে এরমাঝেও ঠিকই নিজেকে রেকর্ডবুকে নিয়ে গিয়েছেন তিনি। 

বিধ্বংসী এই ইনিংস খেলতে গিয়ে ৭টি ছয় হাঁকিয়েছেন রিশাদ। আর তাতেই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তিনি নিজের দখলে নিয়েছেন। চলতি সিরিজেই সেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলেন জাকের আলি অনিক।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ইনিংসেই তিনি ৬ ছক্কা হাঁকান। যা ছিল টাইগারদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সেটাই আজ ভেঙে দিলেন স্পিন অলরাউন্ডার রিশাদ। এর আগে বাংলাদেশের ৫ জন ব্যাটার মেরেছিলেন এক ইনিংসে ৫টি ছক্কা। কিন্তু চলতি সিরিজেই সেই রেকর্ড ভাঙল দুবার।

আট বা এরপরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস এখন রিশাদের। আগের সর্বোচ্চ ছিল আফিফ হোসেনের। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটি করেছিলেন তিনি। এখন পর্যন্ত এই দুটিই আটে নেমে ফিফটি পেরুনো ইনিংস। 

৭ ছক্কায় শুধু বাংলাদেশ না। বিশ্ব ক্রিকেটেই নিজের নাম তুলেছেন রিশাদ। টেস্ট প্লেয়িং দেশগুলোর ব্যাটারদের সাপেক্ষে আট বা তার পরে নেমে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক এখন বাংলাদেশের এই লেগ স্পিনার। যদিও সব মিলিয়ে এই রেকর্ডের মালিক বেলজিয়ামের ক্রিকেটার সাবের জাখিল। ২০২১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েন সাবের।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর