সোমবার, মে ২০, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির মেলবন্ধনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যের মেলা

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: ভেদাভেদ ভুলে বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয় বৈচিত্র্যের মেলা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী আমনুরা মিশন ফুটবল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিলো সব ধর্মের মানুষের উপস্থিতি। বৈষম্য ভুলে সম্প্রীতির বাংলা গড়তে এই মেলার আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। মেলায় অংশ নেয় সাঁওতাল, উঁরাও, পাহাড়ি, রাজোয়াড়, কোল, মাহালসহ বাঙালি সম্প্রদায়ের মানুষ।

সম্প্রীতি ও বৈচিত্র্যের মেলার মূল আর্কষণ ছিল বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষের নৃত্য। প্রত্যেক জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে পরিবেশন করে নৃত্য। নৃত্য ছাড়াও ১২টি স্টলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর পোশাক, অলংকার ও সংস্কৃতি তুলে ধরা হয়। এছাড়াও সাঁওতাল জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী বন্য পশু শিকারের হাতিয়ার ও নিজেদের তৈরি তীর-ধনুক এবং বিভিন্ন অস্ত্র প্রদর্শন করেন। আয়োজনে ছিল, বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর খাবারের।

আদিবাসীদের ভাষায় গানের পাশাপাশি বাংলা ভাষায় লোকসঙ্গীত, গম্ভীরার আয়োজন ছিল মেলায়। এসব আয়োজনে অংশ নেয় রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর জেলা থেকে আসা আদিবাসী জনগোষ্ঠী। বৈচিত্র্যের মেলার আয়োজকরা বলছেন, সমাজে থাকা বৈষম্য দূর করতে ও সংস্কৃতি বিনিময় করতেই আয়োজন করা হয়েছে এমন মেলার। সকল ভেদাভেদ ভুলে দলবদ্ধ হয়ে সমাজে বাস করলে সব জনগোষ্ঠীকে সমৃদ্ধ করে তোলা সম্ভব।

দিনাজপুর থেকে মেলায় আসা শ্রী জগেন মুর্মু বলেন, বৈচিত্র্যের মেলায় এসে মনে হয়েছে অন্য জগতে এসেছি। সামিয়ানার তলে একসঙ্গে সব সম্প্রদায়ের মানুষ বসে আছি। সবাই একে অপরের খোঁজ খবর নেয়ার পাশাপাশি কৌশল বিনিময় করছেন। এমনই চলতে থাকলে এই সোনার বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রদীপ হেম্ব্রম বলেন, আমরা বৈচিত্র্যমেলার আয়োজন করেছি। এখানে আদিবাসীদের পাশাপশি হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে। এতে আমাদের মধ্যে আন্তরিকতা-ভাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আরও দৃঢ় হবে।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত টুডু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈচিত্র্যের মেলার আয়োজন করা হয়। অসাম্প্রদায়িক বাংলাদশে গড়তে জাতির জনক আপ্রাণ চেষ্টা করেছিলেন। এরই ধারাবাহিতায় সম্প্রীতির বাংলাদেশ গড়তে এই আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা-সংস্কৃতি রয়েছে। এসব কিছু তুলে ধরে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। ভালোবাসার মেলবন্ধন তৈরীতে সকলকে একযোগে কাজ করা প্রয়োজন। তাহলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।

বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করে সদর উপজেলা প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাছমিনা খাতুন, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর