বৃহস্পতিবার, মে ২, ২০২৪
spot_img

জামাল – রিজওয়ানের ব্যাটে স্বস্তিতে পাকিস্তান

আগেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিডনি টেস্টে মাঠে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ান ও আমের জামালের ব্যাটে স্বস্তি পায় সফরকারীরা।

বুধবার (৩ জানুয়ারি) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শান মাসুদ। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অজি পেসারদের তোপের মুখে পড়ে পাক ব্যাটাররা। শূন্য রানে সাজঘরে ফিরে যান পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সায়েম আয়ুব। 

দলীয় ৪৭ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৭০ বলে ৩৫ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে ৯৪ রানের জুটি গড়ে পাক শিবিরে স্বস্তি এনে দেন রিজওয়ান।

দলীয় ১৯০ রানে ১০৩ বলে ৮৮ রান করে সাজঘরে ফিরে যান রিজওয়ান। তবে আমের জামালে ৯৭ বলে ৮২ রানের ইনিংসে ভর করে তিনশো পেরোয় পাকিস্তান। শেষ পর্যন্ত ৭৭ ওভার ১ বলে ৩১৩ রানে অলআউট হয় সফরকারীরা। আঘা সালমান করে ৬৭ বলে ৫৩ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক প্যাট কামিন্স ৫টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট। ৩১৩ রানে জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার শেষে ৬ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। বিদায়ী টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নার ৬ রানে অপরাজিত আছেন। 

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর