বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে এক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারের পূর্ব পাশে মাঠের ভুট্টা ক্ষেত থেকে তৈমুল ইসলাম (৬০) নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রতিবন্ধী তৈমুল ইসলাম রানীশংকৈল উপজেলার নুনতোর গোচিয়া গ্রামের বাসিন্দা। ২ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি দল রামপুর বাজারের পূর্ব পাশে আমিরুল ইসলামের ভূট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধী তৈমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

ভূট্টা চাষি আমিরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান আমি সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে আসলে আমার ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্যকে ও পুলিশকে জানাই। নিহত তৈমুল ইসলামের ভাই নজরুল ইসলাম জানান গত শনিবার সকালে আমার ভাই তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হই। আমার ভাই কিভাবে মারা গেছে বুঝতে পারছি না।

এই বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে 

মোঃ আলমগীর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর