শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় দাঁত ভাঙ্গলো বৃদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ সেনিহারীর (জামাদার পাড়ায়) জমিজমা সংক্রান্ত বিরোধ জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা পুরুষ গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন দক্ষিণ সেনিহারীর (জামাদার পাড়ায়) মজু ইসলাম (৬০)আবু লাহাব পুত্র রায়হান ইসলামের মধ্যে ১০ শতাংশ জমির বিরোধ চলে আসছে। দলিল ও মাঠ জরিপের কাগজপত্র মুলে জমির প্রকৃত মালিক মজু ইসলাম।

উক্ত ১০ শতক জমি ক্রয়সুত্রে মালিক মজু ইসলাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে  ভোগদখল করে আসছেন। কিন্তু আবু লাহাব জর পূর্বক ১শতাংশ ঘর তুলে জমি দখল করে আছে। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একধিকবার মিমাংসা করে দেন ও বাড়ি সরানোর জন্য ৩০ হাজার টাকা দিতে বললে সবার উপস্তিতিতে ৩০ হাজার টাকা দেন আবু লাহাবের হাতে মজু ইসলাম ।

কিন্তু ঘটনার দিন সকাল ৮ টার দিকে ঘর সরানোর জন্য আরো টাকা দাবি করলে ও মজু ইসলাম টাকা দিতে অস্বীকার করে অকথ্য গালিগালাজ করে। গালিগালাজের একপর্যায়ে আবু লাহাব ও তার ছেলে রায়হান ইসলাম মজু ইসলামকে একা পাইয়া এলোপাতাড়ি মারপিট করে মুখের দুটি দাঁত ভেঙ্গে দিলে রক্তান্ত অবস্থায় মাটিতে লুটে পরে মজু ইসলাম পরবর্তীতে স্থানীয় লোকজন আসলে আবু লাহাব ও তার পুত্র রায়হান ইসলাম পালাইয়া যাই। এবং স্থানীয় লোকজন মজু ইসলাম কে প্রাথমিক চিকিৎসার জন্য রুহিয়া নিয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় আমিরুল ইসলাম বলেন, যখন মারামারি লাগে তখন আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম ঠিক তখন মজু ইসলাম ও আবু লাহাব এর মধ্যে ভিটাবাড়ি নিয়ে কথা কাটি হয় ও এক পযার্যে তাদের মধ্যে মারপিট শুরু হয়।

নাম বলতে অইচ্ছুক এক ব্যাক্তি বলেন, যখন আমি আসি তখন দেখি মজু ইসলাম বোকাবোকি করতেছিলো ঠিক সে সময় আবু লাহাব এর ছেলে রায়হান ইসলাম দৌরে এসে মজু ইসলামকে মুখ ও গালের মধ্যে চড় থাপ্পড় দেয় পরে আমরা ছুটাছুটি করে দেয়।

এই বিষয়ে ভুক্তভোগী মজু ইসলাম বলেন, আবু লাহাব এর কাছে আমি জমি পায় সেই নিয়ে বিরোধ আমাদের মধ্যে। আর সকালে আমি দোকানে বসে ছিলাম ঠিক তখন আবু লাহাব ও তার ছেলে দোকানে এসে বাড়ি সরানোর জন্য টাকা দাবি করে কিন্তু আমি স্থানীয় শালিসে বাড়ির সরানোর জন্য ৩০ হাজার টাকা দেয় আর কেনো টাকা দিবো আর টাকা না দেওয়ায় আমাকে একা পেয়ে মারপিট করে আমার মুখের দুটি দাঁত ভেঙ্গে দিছে আবু লাহাব ও তার ছেলে রায়হান! আমি তার সুষ্ঠ বিচার চাই।

এই বিষয়ে ভুক্তভোগী মজু ইসলামের ছেলে রবি ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমার বাবার ১০ শতক জমি ক্রয়ক্রিত তারা গায়ের জোরে দখল করে আছে। এই নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একধিকবার মিমাংসা করে দেন কিন্তু তারা কোন ভাবেই মানে না কারো কথা। ২ মে রোজ বৃহঃপতিবার সকালে আবু লাহাব ও তার ছেলে রায়হান ইসলাম আমার বাবাকে হত্যার উদ্দেশ্য দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। ও আমার বাবাকে মারপিট করে মুখের দুটি দাঁত ভেভেঙে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। আমার বৃদ্ধা বাবাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত জখম করায়, সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি চাই। আমি ইতোমধ্যে এ ঘটনায় রুহিয়া থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরো বলেন, আমার বাবার নামে মৌজার ৭৩ ঘতিয়ানে ১০২৩৫ দাগে ২০ শতক জমির মধ্যে ১০ শতক জমির বিরোধ। আমি দখল উদ্ধারের জন্য আইনি সহযোগিতা কামনা করছি।

অভিযুক্ত আবু লাহাব ও তার ছেলে রায়হান ইসলামের সাথে একধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের কে পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর