শুক্রবার, মে ১০, ২০২৪
spot_img

বাংলাদেশের বিপক্ষে আইরিশদের লড়াকু পুঁজি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। সোমবার (২২ জানুয়ারি) মানগাউং ওভালে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আইরিশ যুবারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ৪৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় আইরিশ যুবারা। তবে ওপেনার জর্ডান নিল ও কিয়ান হিলটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড।

দলীয় ৭২ ও ৯৫ রানে জোড়া উইকেট হারায় আইরিশরা। রানে ৪৭ বলে ৩১ রান করে আউট হন নিল। এরপর স্কট ম্যাকবেথকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন হিলটন।

সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন হিলটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। তবে হিলটনের ১১২ বলে ৯০ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশ যুবারা। বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা ও পারভেজ জীবন নেন ২টি করে উইকেট।  

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর