সোমবার, মে ২০, ২০২৪
spot_img

বিপিএল শিরোপা নিয়ে ফটোসেশন এবার পুরান ঢাকায়

প্রচলিত রীতি অনুযায়ী বিপিএল ফাইনালের আগে দুই দলের অধিনায়করা শিরোপা নিয়ে ফটোসেশন করেন। তবে এবার তার ব্যতিক্রম ঘটেছে। বিসিবির পক্ষ থেকে ফটোসেশনের জন্য পুরান ঢাকার ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিলকে নির্ধারণ করা হয়। সেখানে ফাইনালিস্ট দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত হননি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাসের পরিবর্তে ফটোশুটে আসেন জাকের আলী অনিক এবং ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। দুই জনেই ফটোসেশন শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ দিকে ফটোসেশন আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তামিম। গতকাল বিকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট ফাইনালের ফটোশুটে না আসার কারণ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। গতকাল ফটোসেশন শেষে আজকের ফাইনাল ম্যাচ নিয়ে বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘কখনো বিপিএলে ট্রফি জিতিনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি, এবারই প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুই বার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয় বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর