বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img

সমৃদ্ধি ও শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়বে জামায়াত

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, সুদীর্ঘ ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের পর আমাদের সামনে একটি সুন্দর সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে। শ্রমিক-মালিক, ধনী-গরীব, তরুণ-বৃদ্ধ, নারী-পুরুষ সব মিলে দেশ গড়ার কাজে লিপ্ত হতে হবে। দেশের সমৃদ্ধি ও শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়তে একযোগে একতাবদ্ধ হয়ে শ্রমিক জনতা মিলে কাজ করতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। 

শুক্রবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রামের আকবর শাহ থানার কর্মী সম্মেলন কাশেম নাজের হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শ্রমিকনেতা কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। 

প্রধান আলোচক লুৎফর রহমান বলেন, শ্রমিক জনতা সব সময় জুলুম, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। দেশের ক্রান্তিলগ্নে শ্রমিকজনতা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। সামনের দিনগুলোতে শ্রমিক জনতার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের ওপর হয়রানি করা থেকে সকলকে বিরত থাকতে হবে। শ্রমিকদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদেরও স্ব স্ব দায়িত্ব পালনে আন্তরিক ও গঠনমূলক ভূমিকা রাখতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমরা সাফল্য অর্জন করতে পারব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের আকবর শাহ থানার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, মহানগরী সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া ও সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ।

মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহানগরীর কোষাধ্যক্ষ ও হোটেল শ্রমিকনেতা মোহাম্মদ নুরুন্নবী, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।

মোহাম্মদ ইউনুস/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর