বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আমির মাওঃ এ,বি,এম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল আলা মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির এডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মোরশেদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যাপক ফরহাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মাওলানা মোফাজ্জল হায়দার, জাহাঙ্গীর হোসেন, হাফেজ কামারুজ্জামান, মোহাম্মদ শাহ আলম, আবু আইয়ুব আনছারী, দেলোয়ার খান লাবিব, হাফেজ আব্দুস সামাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাসুলুল্লাহ (সা:) আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ দিয়ে একটি জাতির মুক্তি আসতে পারে না। তাই সকলকে সমাজ এবং রাষ্ট্রে রাসূলুল্লাহ (সা:) এর আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
এম এস খালিদ/এস আই আর