রবিবার, মে ১২, ২০২৪
spot_img

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১২ জেলেকে জরিমানা

মাহফুজুর রহমান,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার (১৮ মার্চ) দুপুরে তাদেরকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুদ্দিন মো. রেজা।

জরিমানা প্রাপ্তরা হলেন, জেলার কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার মো. নিজাম (৩৫), মো. নিরব (২৫), মো. রিয়াদ (২৫), মো. শাহজাহান (২৬), মো. সজিব (২০), মো. শাহাবুদ্দিন (২০), মো. সাকিব (২০), মো. সবুজ (২২), মো. হেজু (২০), মো. লিটন (২০), মো. শিপন (১৬) ও সদর উপজেলার মধ্য চররমনী মোহন গ্রামের মো. জামাল (৩৫)।

অভিযানে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মাছগুলো স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।  

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর ঘোষিত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর