মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

এবার দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রোববার (১২ মে) প্রকাশ করা হয়েছে। এতে যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন।

আজ দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে এসএসসি-২০২৪ এর ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর কতৃপক্ষ। 

সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর বোর্ডে চলতি বছর পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। সারাদেশের সকল বোর্ডের পাসের হার বিশ্লেষণ করে আমরা পেয়েছি যে আমাদের যশোর বোর্ড এবছর সেরা হয়েছে।

তিনি জানান, এবছর যশোর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। এর আগে গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৬১৭ জন। জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেশি। এছাড়া গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ শতাংশ। এদিকে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। এবং সবচেয়ে কম পাসের হার মেহেরপুর ৮৪ দশমিক ৯৬ শতাংশ।

তিনি আরও জানান,  ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে  পাস করেছে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে ৭১ হাজার ৭৯১ জন ও মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৭৬ হাজার ৭৮৬ জন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর