সোমবার, মে ২০, ২০২৪
spot_img

চিংড়িতে জেলি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

সাইফুর নিশাদ, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে  নিষিদ্ধ জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রি করায় তিন মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের কাছে থাকা  ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

উপজেলার চালাকচর মাছ বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেকের কাছ থেকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছের ভেজাল রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর