বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

বন্যার স্রোতে ভেঙে গেছে সড়ক, চরম দুর্ভোগে গ্রামবাসী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পানির তীব্র স্রোতে ভেঙে গেছে সড়ক। আজ শনিবার (৬ জুলাই) সকালে গোবিন্দাসী-ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া সংযোগ সড়কটি ভেঙে যায়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচল করা ভালকুটিয়া, স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও কষ্টাপাড়া এলাকার প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ওই এলাকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যমে ছিলো এ সড়ক।

সরজমিনে জানা যায়, আজ সকালে বন্যার পানির চাপের কারণে সড়কের ভালকুটিয়া এলাকায় ৩০ মিটারের মতো ভেঙে যায়। এতে করে বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। পাশেই রয়েছে কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় ও ভালকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চলমান ষান্মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। বিকল্প পন্থা হিসেবে লোকজন পানি দিয়ে চলাচল করছে। ভেঙে যাওয়া অংশের পাশেই রয়েছে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার। যে কোনো মুহূর্তে সেগুলো ভেঙে পানিতে পড়ে যাবে। বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। এদিকে সড়ক ভেঙে নীচু এলাকায় পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়ছে গ্রামবাসী ।

স্থানীয়রা জানান, তাদের চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ছেলেমেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হবে। একদিকে চলাচলে কষ্ট, অন্যদিকে বাড়িতে পানি সবমিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই।

গোবিন্দাসী ইউনিয়ন এর স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল বলেন, বন্যার পানির স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও ভালকুটিয়া এলাকার লোকজনের ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাজেদুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর