ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত ছাত্রীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য , ইভটিজিং ও যৌন হয়রানি করে আসছে এক শ্রেনীর বখাটে যুবক। ইভটিজার ও বখাটেদের উৎপাতে অতিষ্ট শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা। ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
সোমবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্কুল রোড, টি রোডে ও গোবিন্দাসী বাজার হয়ে স্কুল রোডে গিয়ে শেষ হয়। পরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের স্কুল রোডে মানববন্ধন করে শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এসময় প্রশাসনের কাছে ইভটিজার ও যৌন হয়রানিকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
সাজেদুল ইসলাম/এস আই আর