বাগেরহাট প্রতিনিধি: দেশের ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৩ জন উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এরমধ্যে বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু সহ বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে।
বাগেরহাটের যেসব উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে সেসব উপজেলাগুলো হলো-মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাট, কচুয়া, বাগেরহাট সদর, রামপাল, মংলা, মরেলগঞ্জ ও শরণখোলা। প্রজ্ঞাপনের প্রকাশিত তালিকায় এই উপজেলাগুলোর নাম উল্লেখ করা হয়।
এছাড়াও যেসব পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে সেসব পৌরসভাগুলো হলো- বাগেরহাট পৌরসভা, মোংলা পৌরসভা ও মোড়েলগঞ্জ পৌরসভা।
এম এস খালিদ/এস আই আর