রবিবার, মে ১৯, ২০২৪
spot_img

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিউধরা বাজারে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে – শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদার কাপড়ের দোকান, মোতালেবের কসমেটিক্সের দোকান, আয়নাল ময়রার মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জির কাপড়ের দোকান, কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা-বিস্কুটের দোকান, আবু বক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার ও ফরহাদের কসমেটিক্সের দোকান।

স্থানীয়রা জানান, নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে আগুনে ওই দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখানকার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন, আগুনে ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কীভাবে এ দুর্ঘটনার সূত্রপাত তা এখনও জানা যায়নি। 

জবা/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর