শনিবার, মে ১৮, ২০২৪
spot_img

নেত্রকোণায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর, আহত ৯

নেত্রকোণার কলমাকান্দায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি আক্তার (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেবি আক্তার কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

আহতদের মধ্যে সাতজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোণার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০), লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন (২৫) ও ছেলে জিহান (৩)।

আহতদের মধ্যে গুরুতর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, নেত্রকোণা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা কলমাকান্দা যাচ্ছিল। অপরদিকে কলমাকান্দা থেকে আরেকটি যাত্রীবাহী অটোরিকশা নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথে কলমাকান্দার ডুবিয়ারকোনা এলাকায় পৌঁছালে দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর