বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

আদমদীঘিতে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আদমদীঘি সরকারি বালিকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ শাদী সরকারের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাত, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার প্রতারিত জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে আদমদীঘি উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমানা আফরোজ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

গতকাল বুধবার বেলা ১১টার সময় উপজেলা সদরের নওগাঁ- বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস বক্তরা বলেন, বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শাদী সরকার নিজ এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ খুলে শিক্ষকদের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে  প্রতিষ্ঠানের নামে জায়গা ক্রয় না করে নিজ নামে জায়গা ক্রয় করে এবং স্কুল ভবন নির্মাণ না করে সেখানে তার নিজ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। এছাড়া অধ্যক্ষ শেখ শাদী এলাকার বিভিন্ন শ্রেণির লোকের কাছ থেকে সরকারি চাকুরী দেওয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নিয়ে কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে। আমরা অত্র বিদ্যালয়ের অধ্যক্ষের এহেন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

অধ্যক্ষ শেখ শাদীর বিরুদ্ধে করা মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা খন্দকার, সমাজ সেবক কামাল হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবু তালেব দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আবু রায়হান, তহির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল আজিজ, আহসান হাবীব শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়া, মনিসহ সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আবু বকর সিদ্দিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর