বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অ’স্ত্র ও ক’ক’টে’লসহ তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান।

৯ বীর মেকানাইজড বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ফকির পাড়া এলাকার লালচাঁনের ছেলে মো. জাকির হোসেন, আমজাদ আলীর ছেলে মো. আলম ও মো. আইনাল হকের ছেলে মো. ইদুল।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল, ১টি রামদা, ৫টি চাপাতি, ১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন। আসামিদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর