মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত দুর্নীতির অভিযোগ এনে যুবদলের ব্যানারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সতিহাটের সবজি বাজার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান ও রফিকুল ইসলাম, বিএনপিনেতা অ্যাড. বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বেলাল, অ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল প্রমুখ।
বক্তারা দাবি করেন, গত ২ সেপ্টেম্বর কালিগ্রাম এলাকায় একটি খাস পুকুর দখল করতে গিয়ে এলাকাবাসির ধাওয়া খেয়ে পালিয়ে আসেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। এর দায় বিএনপিনেতাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন যুবদলনেতা নুরুল ইসলাম ও আব্দুল জলিল। ব্যক্তিগত বিষয়কে দলীয় রঙ লাগানোর পাঁয়তারা করছেন তারা। অবিলম্বে বিষয়টি তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যুবদল নেতাদের বহিস্কারের দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ।
গোলাম রাব্বানী/এস আই আর