মো:হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া তিনটি গরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতভর সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মো. মানিক আলী (২৮), শুক্রবাড়ী বাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. লালচাঁন ইসলাম (৩১) ও জেলার শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৬)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর থানা এলাকা হতে চোরাই ৩ টি গরু উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ আল মুনঈম শোভনের খামার থেকে গত ১৯ অক্টোবর রাত ১১টা থেকে ভোর ৪টার মধ্যে যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা ১টি গাভী, ১টি ষাঁড় ও ১টি গরুর বাছুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মুনঈম শোভন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন এবং পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকা হতে গরু চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই ৩ জনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি এস এম জাকারিয়া।
/এমএ