রবিবার, মে ১২, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

হানিফ মেহমুদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রবিউল ইসলাম এই রায় প্রদান করেন। এই মামলায় আরও ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গরুর বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিহতের স্ত্রী সমিজা বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারির ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর