বুধবার, নভেম্বর ৬, ২০২৪
spot_img

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে পাবলিক স্টুডেন্ট এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন ধামইরহাট শাখার শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাব এডিটর হাসান শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবাবিল মাহমুদ ও প্রবল কুমার মন্ডল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিব হাসান রাহাত, সংগঠনিক সম্পাদক সাব্বির রেজা, দপ্তর সম্পাদক রিতু সাহা, সাবেক সম্পাদক তারেক তাসনিমুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবলী নোমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফরহাদ নাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিশকাত জাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথী রুমি জান্নাত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেহেরুন জান্নাত মাফি।

লেখাপড়ার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

মো: এ কে নোমান/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর