রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
spot_img

ধামইরহাটে কিশোর-কিশোরী ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে সিএমসি কমিটির সভা গতকাল বেলা ১১ টায় পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এ.টি.এম বদিউল আলম, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে কুলসুম, জেন্ডার প্রমোটার মনিরা বেগম, জেসমিন আকতার প্রমুখ।

সভায় ক্লাবের বিভিন্ন সমস্যা সমাধানে ও কিশোর-কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের উপস্থিতি বিষয়ে জেন্ডার প্রমোটারদের কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর