বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

ধামইরহাটে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় এবং এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ে ‘অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার। সরকারের লক্ষ্য অর্জনে সাধারণ মানুষের নিকট স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, স্বাভাবিক প্রসব সেবার প্রতি সকল মানুষের আস্থা অর্জন করা, শিশু ও মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসা ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, নওগাঁ পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক (সিসি) ও জেলা কনসালটেন্ট ডা. কামরুল আহসান, নওগাঁ জেলা উপ-পরিচালক আনোয়ারুল আজিম, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।

ধামইরহাট উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা বেদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জহুরুল ইসলাম (এমসিএইচএফপি)। কর্মশালায় সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন পদের স্বাস্থ্যকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ১১৫ জন অংশগ্রহণ করেন।

গ্রাম পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণে পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর