জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা যন্ত্র ও কন্ঠ শিল্পীদের আয়োজনে আজ (৩০ আগস্ট) শুক্রবার বিকেল ৪ টায় থেকে রাত ১০ টা পর্যন্ত নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরের সামনে একটি উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। এই কনসার্টের মাধ্যমে পূর্বাঞ্চলের বানভাসি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে একটি বৃহৎ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কনসার্টের আয়োজকদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বানভাসি ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত সমস্ত অর্থ সরাসরি অসহায় মানুষের সাহায্যে ব্যবহৃত হবে। কনসার্টটি সম্পূর্ণভাবে সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণের মাধ্যমে জনগণও এই মানবিক প্রচেষ্টায় সহযোগিতা করতে পারবেন।
একজন কণ্ঠশিল্পী, আয়েশা খান আশা, বলেন, “এই কনসার্ট আমাদের সঙ্গীতের মাধ্যমে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সুযোগ। আমরা মনে করি, সঙ্গীতের শক্তি মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং আশা ও সহানুভূতির বার্তা পৌঁছে দেয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, বরং মানবতার একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারব। আমি মনে করি, এই কনসার্টের মাধ্যমে আমরা বানভাসি ও অসহায় মানুষের জন্য কিছুটা হলেও সুবিধা পৌঁছাতে সক্ষম হব।”
আরেক কন্ঠশিল্পী জামিমুর রহমান বলেন, “এই কনসার্টের মাধ্যমে আমাদের সঙ্গীতের মাধমে মানবতার সেবা করার একটি অমূল্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের আশা, এই কনসার্টের মাধ্যমে অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব। এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি সমাজসেবামূলক উদ্যোগ।”
অপরদিকে যন্ত্রশিল্পী সুমন মাহিদুল মন্তব্য করেন, “শিল্পীদের মূল হাতিয়ার হলো তাদের নিজ নিজ শৈল্পিক দক্ষতা। কন্ঠ শিল্পীরা তাদের কন্ঠকে হাতিয়ার ও আমরা যন্ত্রশিল্পীরা মিউজিক্যাল ইন্সট্রুমেন্টকে হাতিয়ার হিসাবে কাজে লাগিয়ে থাকি । এই কনসার্টের মাধ্যমে আমরা অসহায় মানুষদের প্রতি একটি সহানুভূতির বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের সঙ্গীতের মাধ্যমে আমরা তাদের জীবনকে সহজ করার চেষ্টা করব। আমরা যেহেতু শিল্পী তাই গান-বাজনা আমাদের মূল সম্বল । তাই এই সম্বলটাকে আমারা কাজে লাগিয়ে বান ভাসিদের পাশে দাঁড়িয়েছি।”
জানা যায়, এই কনসার্টের সংগীত পরিবেশন করবেন নওগাঁ জেলার স্থানীয় যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা, যারা তাদের অভিজ্ঞতা এবং প্রতিভার মাধ্যমে একত্রিত হয়ে এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবেন। সংগীতের পরিবেশনার পাশাপাশি কনসার্টে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে, যা দর্শকদের আকৃষ্ট করার পাশাপাশি মানবতার বার্তা আরও ব্যাপকভাবে পৌঁছে দেবে।
এদিকে, আয়োজকরা নিশ্চিত করেছেন যে, কনসার্টের সমস্ত আয় অসহায় মানুষের সাহায্যার্থে ব্যবহৃত হবে এবং এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলকেই ধন্যবাদ জানানো হবে। সকলকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। আসুন, একত্রিত হয়ে বানভাসি ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তাদের সহায়তায় আমাদের অংশগ্রহণ নিশ্চিত করি। কনসার্টটি সকলের জন্য একটি মানবিক সহযোগিতার সুযোগ প্রদান করবে, যা আমাদের সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
মো: এ কে নোমান/এস আই আর