শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
spot_img

নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ছোট বেলালদহ এলাকায় এক অভিযান চালিয়ে (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর একটি বিশেষ টিম। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হল উপজেলার ছোট বেলালদহ গ্রামের আয়নাল হকের ছেলে রাজু (২৪), বড় বেলালদহ গ্রামের ছিবার উদ্দিনের ছেলে খাইরুল (৪৫), আপর জন উপজেলার ঘাটকৈর গ্রামের তহিদুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩০)। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আন্জুমান বানু প্রত্যেক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেন।

প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিদর্শক শাহীন শওকত ও খলিলুর রহমান।

গোলাম রাব্বানী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর