শুক্রবার, মার্চ ২১, ২০২৫
spot_img

আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বৈশ্বিক উষ্ণতার কারণ ও ফলাফল” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “দুর্যোগ মোকাবেলায় বিশ্ব নেতৃত্বের ভূমিকা” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ সাহা, সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং সহকারী শিক্ষকগনসহ ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের ইউনিট একাউন্টেন্ট মো: আলতাফ হোসেন। অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসী এ্যাসিসস্ট্যান্ট গোলাম রাব্বানী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গোলাম রাব্বানী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর