নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের “গাহি সাম্যের গান” মুক্তমঞ্চে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান।
এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া সভাপতিত্ব করবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিচিতি, শিক্ষকদের সাথে মতবিনিময় এবং ক্যাম্পাসের নিয়ম-কানুন ও নীতি-আদর্শ সম্পর্কে আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এই ওরিয়েন্টেশন নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে।
মো. সাইফুল ইসলাম/এমএ