বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৩ নভেম্বর দুপুর ১২টায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস থেকে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। মূলত স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং ২য় শ্রেণির মর্যাদাসহ মোট ছয় দফা দাবি নিয়ে তারা এই মিছিল ও কর্মসূচি পালন করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী মেডিকেল ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজল কুমার দাস, যুগ্ম আহ্বায়ক লিমন কুমার মণ্ডল, যুগ্ম সদস্য সচিব মাসরুফা আক্তার, এবং আহ্বায়ক কমিটির সদস্য মোস্তারিফা আফরিন ও উম্মে হানি তানিয়া বক্তব্য প্রদান করেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে এখনও দাবি পূরণ না হওয়ায় তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, সরকারিভাবে নিয়োগে প্রয়োজনীয় স্বীকৃতি ও মর্যাদা না পাওয়ায় তাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। এছাড়া, স্বতন্ত্র পরিদপ্তর গঠন এবং সরকারি চাকরিতে যোগদানের জন্য গ্রেড উন্নীতকরণসহ বেশ কিছু প্রয়োজনীয় দাবি নিয়ে তারা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। বক্তারা বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আদায় না হয়, আমরা মাঠে থাকব। আমরা চাই সরকার আমাদের প্রাপ্য মর্যাদা দিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে সকল বৈষম্য দূর করবে।”

তারা আরও বলেন, যদি তাদের এই ন্যায্য দাবি মানা না হয়, তবে তারা অচিরেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ডাক দেবেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা এসময় জোরালো স্লোগানের মাধ্যমে তাদের দাবি আদায়ের কথা পুনর্ব্যক্ত করেন

মো: এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর