মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এমএ মতিন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মান্দা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক শফিকুল ইসলাম রুস্তম।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, নওগাঁ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব তৌফিকুর রহমান খান লালু প্রমুখ।
গোলাম রাব্বানি/এমএ