শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু: যৌন উত্তেজক ওষুধ সেবনে মৃত্যুর সন্দেহ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকালে ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মানিক হোসেন উপজেলার মহিলা কলেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুপুরে তিনি বাড়িতে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এ সময় বুকে হালকা ব্যথা অনুভব করলে বিকেলে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার প্রস্তুতিকালে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যদের দাবি, মানিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহ বুধবার সকালে নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চিকিৎসক সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

মোঃ এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর