শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনায় বাকৃবির ৪৩ গবেষককে প্রণোদনা প্রদান

বাকৃবি প্রতিনিধি: আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪৩ জন গবেষককে প্রণোদনা দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে এক সভায় শিক্ষকদের মাঝে ওই প্রণোদনা দেওয়া হয়েছে।

সভায় বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাকৃবির সকল শিক্ষকদের ক্লাস, পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। আজকের গবেষণা প্রকাশনী প্রণোদনার পিছনের উদ্দেশ্যই হলো শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করা।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর