বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
spot_img

নাসিব নওগাঁ জেলা শাখার উদ্যোগে “চামড়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: এ কে নোমান, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার বইপট্টি এলাকার আয়োজন রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে “চামড়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে । শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মশালায় নওগাঁর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং পণ্য বাজারজাতকরণে নতুন দিক উন্মোচনের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানের ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব জিসান মাহমুদ শাওন। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের চামড়াজাত পণ্যের বর্তমান বাজার সম্ভাবনা এবং উন্নত পদ্ধতিতে পণ্য উৎপাদনের কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালার সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাতেখড়ি মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং যুব সংস্থার সভাপতি নওরীন শারমিন। সভাপতিত্ব করেন নাসিব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নূর মুমিনুল হক। তিনি স্বাগত বক্তব্যে উদ্যোক্তাদের উন্নয়ন ও তাদের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাসিবের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন অভিজ্ঞ লেদার ইঞ্জিনিয়ার জনাব ইলিয়াস হোসেন ও জনাব রবিউল আলম খান। তারা চামড়াজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যকে আন্তর্জাতিক মানের করে তুলতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাট শিল্প নিয়ে কাজ করা শাবানা ইয়াসমিন। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরে জানান, কীভাবে সঠিক পরিকল্পনা এবং দক্ষতার মাধ্যমে একটি ছোট উদ্যোগও বড় পরিসরে সাফল্য অর্জন করতে পারে। তার সফলতার গল্প অন্য উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে মো. নূর মুমিনুল হক নওগাঁ জেলার উদ্যোক্তাদের আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে নাসিবের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, “নাসিবের মূল লক্ষ্য নওগাঁর উদ্যোক্তাদের শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া। এজন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই প্রশিক্ষণ কর্মশালা তারই একটি অংশ।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, চামড়াজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে এই ধরনের কর্মশালা তাদের জন্য অত্যন্ত কার্যকরী। তারা আরও উন্নত প্রশিক্ষণ এবং নিয়মিত দিকনির্দেশনার প্রত্যাশা করেন।

এই প্রশিক্ষণ কর্মশালা নওগাঁ জেলার উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।  ভবিষ্যতে এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের আরও উন্নত এবং প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর