নওগাঁ প্রতিনিধি: বেকারত্ব বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। প্রতিনিয়ত শিক্ষিত তরুণ-তরুণীরা কর্মসংস্থানের অভাবে বিপাকে পড়ছেন। এ পরিস্থিতিতে নওগাঁর ধামইরহাট উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা’ বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরতার পথে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।
ধামইরহাট বাজার এলাকায় মানবসেবার ব্যবস্থাপনায় দুটি সেলুনে কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সংগঠনের সভাপতি মো. রাসেল মাহমুদ জানান, জাতীয় যুব দিবসের এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের পরামর্শে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করেন।
রাসেল মাহমুদ বলেন, “বর্তমানে নিমতলী মোড় ও পোস্ট অফিস রোডের দুটি সেলুনে প্রশিক্ষণ চলছে। দক্ষ কারিগর শ্রী মানিক চন্দ্র মালী ও শ্রী উৎপল প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে মানবসেবার পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া হবে।”
সেলুন প্রশিক্ষণ পরিচালনাকারী মানিক চন্দ্র মালী বলেন, “আমি প্রতিদিন ৭০০ থেকে ১,০০০ টাকা আয় করি। প্রশিক্ষণের দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। প্রশিক্ষণার্থীরা দুই মাসের মধ্যেই আয় শুরু করতে পারবে।”
প্রশিক্ষণার্থী সঞ্জয় কুমার ও জয় বলেন, “আমরা বেকার থাকতে চাই না। প্রশিক্ষণ নিয়ে আয় করে স্বনির্ভর হতে চাই।”
অনার্সে অধ্যয়নরত অনিক বলেন, “আমি লেখাপড়ার পাশাপাশি সেলুনের কাজ শিখে নিজের খরচ চালাতে এবং ভবিষ্যৎ শিক্ষায় বিনিয়োগ করতে চাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো কাজই ছোট নয়। মানুষের অর্থনৈতিক মুক্তি তাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। মানবসেবার এ উদ্যোগ প্রশংসনীয়। শুধু সেলুন নয়, ইলেকট্রিক, গার্মেন্টসসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব।”
মানবসেবার এমন উদ্যোগ শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সাহায্য করছে। এটি কর্মসংস্থান সৃষ্টির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মো. এ কে নোমান/এমএ