গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামে মঙ্গলবার ভোরে গণপিটুনির ঘটনাটি ঘটে। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত উজির আলী পার্শবর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, গুরুদাসপুরের চক-আদালত খাঁ এবং সিংড়ার মহিষমাড়ি গ্রামটি পাশাপাশি। মঙ্গলবার সকালে উজির আলীর লাশটি চক-আদালত খাঁ গ্রামের ১ কিলোমিটার দুরের বীর বাজার মসজিদের সামনে সড়কে ফেলে যান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মালেকসহ বেশ কয়েকজন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- ইজিবাইক চুরির উদ্দেশ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে চক-আদালত খাঁ গ্রামের আব্দুল মালেকের বাড়িতে গিয়েছিলেন নিহত উজির আলী। এসময় স্থানীয় লোকজন উজির আলীকে গণপিটুনি দেন। পরিস্থি খারাপ হলে সকালে লাশটি বীরবাজার মসজিদের কাছে ফেলে দেওয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল।
তিনি আরোও বলেন, সেনাবাহিনীর সহায়তায় বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোঃ সোহাগ আরেফিন/এস আই আর