গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: অবৈধভাবে গুদামে মজুত রাখা ১৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। মজুতের অপরাধে এক সার ব্যবাসীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কৈডিমা বাজারের ওই গুদামে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
গুরুদাসপুরের সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যবসায়ি শাহ মাহমুদ দীর্ঘদিন ধরে কীট নাশকের লাইসেন্সে সার বিক্রি করে আসছিলেন। ওই গুদামে সারের অবৈধ মজুতও করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। জব্দকৃত ১৫০ বস্তা সার সোমবার প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
স্থানীয়রা জানান, গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ি শাহ মামুদের খুচরা কীটনাশক বিক্রির দোকান রয়েছে বড়াইগ্রামের আহমেদপুর বাজারে। কিন্তু মেসার্স শাহরিয়ার ট্রেডার্স নামের গুদামে সারের অবৈধ মজুত করতেন কৈডিমা বাজারে। পতেঙ্গা টিএসপিসহ প্রয়োজনীয় সার অবৈধভাবে মজুত করে কৃষকের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন।
গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশষ্য মওসুম শুরু হতে যাচ্ছে। এই এসময় কৃষক পর্যায়ে সারের ব্যপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ মজুতের মাধ্যমে কৃত্তিম সংকট তৈরি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য অভিযান অব্যাহত রাখা হবে।
মো. সোহাগ আরেফিন/এমএ