বুধবার, মে ৮, ২০২৪
spot_img

বৃষ্টির আশায় ঈশ্বরদীতে ইস্তিসকার নামাজ আদায়

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): তীব্র তাপদাহ ও অসহ্য গরমে বিপর্যস্থ পাবনার ঈশ্বরদীর জনজীবন। গত ১২ দিন ধরে ঈশ্বরদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে। তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বরদীতে সুন্নত আমল ইস্তিসকার নামাজ আদায় করেন ঈশ্বরদীবাসী। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ নামাজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ সকল শ্রেণী ও পেশার শত শত মানুষ অংশগ্রহন করেন।

ইস্তিসকার নামাজের আয়োজন করেন ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ। নামাজে ইমামতি করেন আমবাগান মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান।

নামাজ শেষে ঈশ্বরদীসহ দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এসময় মুসল্লিরা বৃষ্টির জন্য আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁরা আমিন আমিন ধ্বনিতে ঈদগাহ মাঠ মুখরিত করে তোলেন।

ইস্তিসকার নামাজ শেষে মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তিনি যেন প্রচন্ড তাপদাহ থেকে আমাদের রক্ষা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, চলমান গরমে সাধারণ মানুষ ও প্রাণীকুল কষ্টে আছে। লিচু ও আমের গুটি ঝরে যাওয়াসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না। তাই আমরা ইস্তিসকার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর