সোমবার, মে ৬, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। ‘সুস্থ পরিবেশ-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা।

গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেল সুপার শরিফুল ইসলাম, বিআরটিএ জেলা শাখার সহকারী পরিচালক শাহজামান হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওছার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর