ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তালাক হওয়া স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক স্ত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। নিহত রিনা রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হোসেনের স্ত্রী।
নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামক কোম্পানিতে চাকুরীরত ছিলেন। সকালে চাকুরীতে আসার সময় তালাক হওয়া স্বামী তাকে ছুরিকাঘাত করলে সে মারা যান। ছুরিকাঘাতে পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তারা স্বামী স্ত্রী দুজনেই আলাদা থাকতো এবং নিহতের স্বামী নেশা করতো। স্বামী মিলনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিয়াম রহমান/এমএ