মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img

ঈশ্বরদীর রাশিয়ান মার্কেট ও লালন শাহ সেতু ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ানদের আবাসন এলাকা গ্রীন সিটির রাশিয়ান মার্কেট ও পাকশী লালন শাহ সেতু পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

সোমবার বিকেলে সড়ক পথে প্রথমে সাহাপুর এলাকায় অবস্থিত রাশিয়ান মার্কেটে আসেন তিনি। এলাকায় রাশিয়ানদের বিচরণ ও রাশিয়ান মার্কেটে কেনাকাটার পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বেশ কিছুক্ষণ তিনি মার্কেটের বিভিন্ন বিপণি বিতান ঘুরে দেখেন। 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সূবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতি রাশিয়ান মার্কেট ঘুরে সেখান থেকে পাকশী লালন শাহ সেতু পরিদর্শন করেন। এসময় তিনি গাড়ি থেকে নেমে লালন শাহ সেতুর ওপরে ৫ মিনিট হাঁটাহাঁটি করেন। 

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি লালন শাহ সেতু পরিদর্শন শেষে পাবনায় ফিরে যান।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর