মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

ঈশ্বরদী থানা পুলিশের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী থানা পুলিশের সাথে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যায় থানা ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জামায়াত নেতৃবৃন্দ এসময় অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুল ইসলাম সহ থানার সকল এসআই, এএসআই ও কন্সটেবলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জামায়াতের ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, প্রচার মিডিয়া ও তথ্য সম্পাদক মাসুদ রানা মাসুম, আইন বিষয়ক সেক্রেটারি মো. হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা (দক্ষিণ) সভাপতি তারিকুজ্জামান তানিম।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জামায়াত নেতৃবৃন্দকে অভ্যার্থনা জানিয়ে বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক গঠনমুলক সংগঠন। ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি জামায়াতের সহযোগিতা কামনা করেন।

জামায়াতের উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এসময় ওসিকে আশ্বস্ত করে বলেন, জামায়াত সবমসয়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। দায়িত্বশীল সংগঠন হিসেবে ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত ভূমিকা পালন করবে।

সিয়াম রহমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর