বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

নীলফামারীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে ছাতা ও ক্যাপ বিতরণ নীলসাগর গ্রুপের

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে, ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে, ছাতা ও ক্যাপ বিতরণ করেছে নীলফামারী নীলসাগর নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়, ট্রাফিক মোড় ও বাসটার্মিনাল এলাকায় এসব ছাতা বিতরণ করেন।

এ সময় নীলসাগর গ্রপের ব্যবস্থাপক (মানব সম্পাদ ও প্রশাসন) অমিত চাকি ও গ্রপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত আরিফ হোসেন, রাব্বী হোসেন, স্বপন ইসলাম ও এহসান উপস্থিত ছিলেন।

ট্রাফিকের দায়িত্ব পালন করা নীলফামারী সরকারী কলেজের রজনী আক্তার আশা বলেন, নীলসাগর গ্রুপের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা গত কয়েক দিন থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছি।

সেলিম রেজা/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর