রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

দিনাজপুরের নবাবগঞ্জে দুঃস্থ রোগীর মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নের ৬৫ জনের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরন করা হয়। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইডস, জন্মগত হৃদরােগ ও থ্যালাসেমিয়া রোাগীদের আর্থিক সহায়তা কর্মসূচী আওতায় উপকার ভোগীদের মধ্যে এসব চেক বিতরন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান।

এ সময় সহকারি কমিশনার ভূমি রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

তাজকিরাতুল হক তানভীর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর