দিনাজপুর প্রতিনিধি: যাদের কোরবানী করা ও মাংস কেনার সামর্থ নাই এমন অসহায় ও দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ঈদের দিন ও ঈদের পরের দিন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ৩ হাজার ৩২৫টি পরিবারের মাঝে কোরবানীর মাংস প্রদান করা হয়ে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ মাংস বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম দরিদ্র পরিবারের সদস্যেদের হাতে এ মাংস তুলে দেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ নবাবগঞ্জ শাখার ইনচার্জ শাহজাদা শরীর প্রমখ উপস্থিত ছিলেন।
তিনি এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন এমন আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেবে।
অপর দিকে ঈদের সময় মাংস পেয়ে খুশি হন দরিদ্র পরিবারের লোকজন। ঈদের ও ঈদের পরের দিন মোট দুই দিনে ৯৫টি গরু কোরবানী করা হয় এবং প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে মাংস প্রদান করা হয়।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর