সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

কুড়িগ্রামে নদ-নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অব্যাহত ভাবে বাড়ছে নদ-নদীর পানি। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অব্যাহত ভাবে বাড়ছে।

বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সে.মি. উপর দিয়ে, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়দ পয়েন্টে বিপদসীমার ১৫ সে.মি. উপর দিয়ে এবং চিলমারী পয়েন্টে বিপদসীমার ৯ সে.মি. উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

ধরলা ও ব্রহ্মপুত্রের নদীর অববাহিকায় অনেক চর অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সেখানকার বাড়ি-ঘর গুলোতে পানি উঠা শুরু হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কযেকদিন আগে আমরা বন্যার্তদের সহায়তায় নগদ ১৩ লাখ টাকা ও ১৪৪ টন চালসহ শুকনো খাবার বিতরণ করেছি। প্রয়োজন অনুযায়ী এখনও আমরা বন্যার্তদের সহায়তায় প্রস্তুত রয়েছি। আশা করি কোন সমস্যা হবে না।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর