বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

আবারো ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম এর চিলমারী উপজেলায় গত কয়েকদিনে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও, গতকাল বুধবার (১০ জুলাই) রাত থেকে আবারো বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্রের পানি। এতে উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টায় ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০সে.মি. উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল। এতে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানি বন্দী হয়ে আছে বলে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এখন পর্যন্ত সরকারিভাবে ৬৬ মে.টন চাল ও নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর