কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম এ সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নৃন্যতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে পদযাত্রা ও ছাত্রসমাবেশ করেছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কলেজ মোড়ে ছাত্রলীগের নেতারা বাঁধা দিতে চেষ্টা করলে, বাঁধা উপেক্ষা করে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে কুড়িগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আবারও কলেজ মোড়ে শেষ হয়। পদযাত্রায় শিক্ষার্থীরা “কোটা না মেধা – মেধা মেধা, সারা বাংলায় খবর দে – কোটা প্রথার কবর দে, চেয়েছিলাম অধিকার – হয়ে গেলাম রাজাকার, তুমি নও আমি নই – রাজাকার রাজাকার, কে বলে রে রাজাকার – সেই বড় রাজাকার” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের পদযাত্রায় তীব্র যানজট সৃষ্টি হয় কুড়িগ্রামে। এসময় কুড়িগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।
আল মোবারক হাসান নাহিদ/এস আই আর