কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দেশব্যাপী শিক্ষক ও ছাত্র গ্রেফতার, মামলা ও হয়রানি বন্ধের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় কয়েকটি পয়েন্টে শিক্ষার্থীদের পুলিশ ও ছাত্রলীগ বাঁধা প্রদান করে বলে অভিযোগ পাওয়া যায়। মিছিলে পুলিশকে উদ্দেশ্য করে “ভুয়া-ভুয়া” স্লোগান সহ আরও বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঘুরেন। এতে কুড়িগ্রাম কয়েকটি স্কুল, কলেজের শিক্ষার্থী সহ জেলার সর্ব সত্তরের শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো।
আল মুবারক হাসান নাহিদ/এস আই আর