সেলিম রেজা, নীলফামারী: বৃহস্পতিবার (০৬/০৬/২৪) বিকেল ৪ ঘটিকায় (আনুমানিক) নীলফামারী সদরে দুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুফিয়া(৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহতের স্বামী শিক্ষক আব্দুল হাই (৫০) ও সুফিয়া বেগম বিদ্যালয় ছুটি শেষে মোটর সাইকেলে বাসা যাওয়ার পথে নীলফামারী সদরে সিংদই ময়দানের পাড় নামক স্হানে পাথর গামী ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম ঘটনাস্থলে নিহত হন, শিক্ষক আব্দুল হাই আহত হয়।
আহত শিক্ষক আব্দুল হাই কে স্হানীয় লোকজন নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে।
নিহত শিক্ষিকা সুফিয়া বেগম ও আহত শিক্ষক আব্দুল হাই দুহুলী ঘোনপাড়া পঞ্চপুকুর, নীলফামারী সদরে স্হানীয় বাসিন্দা।